সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ মার্চ ২০২৩, ০০:০০

বই হস্তান্তর

ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর প্রেস ক্লাব গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে ৫ শতাধিক বই হস্তান্তর করেছে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মধুপুরবাসী ফেসবুক গ্রম্নপ'। শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ডক্টর আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর উত্তম কুমার দাস। বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ, এসএম শহীদ প্রমুখ।

ভবন উদ্বোধন

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় মাহে রমজান উপলক্ষে নতুন মসজিদ ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শতখালীস্থ তানিয়া ব্রিকস সংলগ্ন বায়তুলনুর জামে মসজিদ উদ্বোধনী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তানিয়া ব্রিকসের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন, মামুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. মাসুদ আলম, শতখালী মাদ্রাসার সুপার হাফিজুর রহমান, সহকারী সুপার মনিরুজ্জামান মান্নান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হাজী আ. মান্নান শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষাবৃত্তি প্রদান

ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে ৪ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে 'চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন'। শনিবার উপজেলা প্রেস ক্লাবে নবম ও দশম শ্রেণির জান্নাত প্রিয়া ইতি, ইফতেকারুজ্জামান, রুমেনা আক্তার ও ইশরাত জাহান শেফাকে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুর রহমান, উপজেলা আওয়ামী লীগ যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, শওকত হাসান, মনিরাজ শাহ, ছাত্র অভিভাবক শাহ আলম, এনজিও প্রতিনিধি শঙ্কর চন্দ প্রমুখ। চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন সংগঠনটি হাওড়াঞ্চলের উপজেলা তাহিরপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

ভিত্তি প্রস্তর স্থাপন

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর এরশাদনগর ৮নং বস্নক শহীদ আহসান উলস্নাহ মাস্টার ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা সমাজসেবক ও শিক্ষা অনুরাগী কাজী আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার প্রধান মো. জাকির হোসেন মাস্টারের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক আহম্মেদ, ইসাবিন সলেমাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, যুবলীগ নেতা আব্দুল রশিদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুল জলিল গাজী, সম্পাদক মো. আবু আলম প্রমুখ।

সমিতির নির্বাচন

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তিন বছর মেয়াদি ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন জেলা পরিষদের রশিদ হলে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোট শেষে রাজ্জাক-রফিক প্যানেলের গোলাপ ফুল মার্কা বিপুল ভোটে জয়লাভ করে।

আর্থিক অনুদান

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীর ভোরের ডাকের প্রতিনিধি ও মধুখালী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এসএস আবুল বাশারকে মধুখালী বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি মো. নজরুল  ইসলামের সভাপতিতে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মির্জা গোলাম ফারুক, মো. জহুল হক, আ. মালেক শিকদার, মো. আলমগীর হোসেন মিয়া প্রমুখ।

অভিভাবক সমাবেশ

ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের বিদায়, বরণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই সভার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. দীলিপ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের এমপি মো. শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও এম.এ আশিক রেজা, থানা ওসি মো. ফেরদাউস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদন শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে