সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা এক হয়ে কাজ করছেন

-ইঞ্জিনিয়ার আবদুস সবুর
যাযাদি ডেস্ক
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন উলেস্নখ করে আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা এক হয়ে কাজ করছেন।' রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করতে গিয়ে প্রকৌশলী নেতারা এসব কথা বলেন। আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, 'আজকের এই দিনেই বাংলাদেশের জনসাধারণ মুক্তির দিশা পেয়েছিল। দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। এবার আমাদের লক্ষ্য স্মার্ট সোনার বাংলা তৈরি করা।' এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, সম্পাদক প্রকৌশলী মো. মিছবাহুজ্জামান চন্দন, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাসির উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে