সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এলজিইডিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নতুনধারা
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এলজিইডি বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে। রোববার সকালে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এবং প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী গভীর শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, তার ডাকেই আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী নূর হোসেন হাওলাদার আরও বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম। এ ছাড়া ভার্চুয়াল সভায় এলজিইডির বিভাগীয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে