সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

শরীয়তপুরের ডামুড্যায় প্রভাবশালীর হাত থেকে পৈত্রিক সম্পত্তি ও নির্মাণাধীন বাড়ি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।

মঙ্গলবার লিখিত বক্তব্যে আয়েশা আক্তার মুক্তা বলেন, তার বাবা ডামুড্যা বাসস্ট্যান্ডে একটি দোতলা বিল্ডিং নির্মাণ করেন যার নিচে পাঁচটি দোকান ও দুটি ফ্লাট রয়েছে। এর মধ্যে একটি দোকান ডামুড্যা উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদারের কাছে ২ লাখ টাকা অগ্রিম নিয়ে মাসিক ২৫০০ টাকায় ভাড়া দেওয়া হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর তার বাবা মারা গেলে কালাম চৌকিদার তাদের বাড়ি দখল করে নেয়। ১৮ লাখ টাকা দিয়ে বাড়িটি বন্ধক নিয়েছেন বলে দাবি জানান কালাম চৌকিদার। এ ঘটনায় অভিযুক্তের নামে ডামুড্যা থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাধ্যমে আয়েশা আক্তার তার পৈত্রিক সম্পত্তি ও বাড়ি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

উলেস্নখ্য, অভিযুক্ত কালাম চৌকিদার বর্তমানে চাদাবাজি মামলায় জেলে রয়েছেন। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে