সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মহালছড়িতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

শুষ্ক মৌসুমকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মাইসছড়ি বাজারে দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহালছড়ি সেনা জোন ও বাজার স্বেচ্ছাসেবক কমিটির সমন্বয়ে এই যৌথ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়ায় অগ্নি নির্বাপক সরঞ্জামাদির সঠিক ব্যবহারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়াবলি শেখানো হয়। এছাড়াও মহড়ায় স্থানীয়দের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের পাশাপাশি জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।

মহড়ায় মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান মাইসছড়ি বাজারের সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যে কোনো জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে আলোচনা করেন। এসময় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস খাগড়াছড়ির প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই জনসচেতনতামূলক উদ্যোগে মাইসছড়ি বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে