সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
মধ্যবত্তিরে ঈদ বাজার

যশোরে আইডয়িার বাজারে ২৯০ টাকা কজেি গরুর মাংস!

স্টাফ রর্পিোটার, যশোর
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

২৯০ টাকা কজেি গরুর মাংস, ৮০ টাকা কজেি পোলাও চাল, ১২০ টাকা লটিার সয়াবনি তলে আর ৪৫ টাকায় চনি!ি আর এই পণ্য কনিলে উপহারে মলিছে সমোই, কসিমসি, বাদাম, গুঁড়োদুধ, মাংসরে মসলা! এ যনে শায়স্তো খাঁ'র আমলরে বাজার! এমনই বাজার খুলছেলি যশোররে আইডয়িা সমাজকল্যাণ সংস্থা। 'মধ্যবত্তিরে ঈদ বাজার' নাম দয়িে এভাবইে মধ্যবত্তি ও নম্নি মধ্যবত্তিরে পাশে দাঁড়য়িছেে আইডয়িা সমাজকল্যাণ সংস্থা। এখানে বাজাররে মোট ১২৭০ টাকার পণ্য একজন ক্রতো কনিছেনে মাত্র ৫৩৫ টাকায়। রমজানরে এক মাস সফলভাবে 'লস প্রজক্টে' শষে করার পর ঈদরে আনন্দ ছড়য়িে দতিে স্থাপন করা হলো এই ঈদবাজার। মঙ্গলবার যশোর শহররে খড়কি এলাকায় আইডয়িা সমাজকল্যাণ সংস্থা চত্বরে বসছেলি ব্যতক্রিমী এই 'মধ্যবত্তিরে ঈদ বাজার'। রমজানে র্অধকেরেও কম মূল্যে নত্যিপ্রয়োজনীয় পণ্য কনো পরবিারগুলোসহ মোট ৫৫৭টি পরবিার এই ঈদরে বাজার করছে।ে আইডয়িা থকেে ঈদবাজার করতে আসা খড়কি রলেলাইন এলাকার বৃদ্ধা আমনো বগেম বলনে, 'স্বামী নইে। ছলেরো ঠকিমত দখেে না। কবে গরুর গোস্ত খাইছি মনে নইে। ঈদরি দনি গরুর গোস্ত খাতি পারব। অল্প টাকায় দচ্চেে বইলে কনিতি পারচি।ি' গাজীর বাজার এলাকার ভ্যানচালক আবু হাসান বলনে, 'আমরা যারা খটেখেুটে বাজার করে খতেে চাই, তাদরে বাজারে যয়েে গরুর গোশ্‌ কনোর ক্ষমতা নইে। এখানে ৭২০ টাকা কজেরি গরুর গোশ্‌ ২৯০ টাকায়, ১৪০ টাকার পোলাও চাল ৮০ টাকায়, ১৮৭ টাকার সয়াবনি তলে ১২০ টাকা ও ১২০ টাকার চনিি ৪৫ টাকায় পাওয়া যাচ্ছ।ে কম টাকায় আমরা আনন্দরে সঙ্গে ঈদরে দনি গরুর গোশ্‌ খতেে পারব।' জলো প্রশাসক তমজিুল ইসলাম খান শর্ক্ষিাথীদরে এই মহতী উদ্যোগরে প্রশংসা করে বলনে, 'মাসব্যাপী আইডয়িার এই ভন্নির্ধমী বাজার রীতমিত সাড়া ফলেছেে সারাদশে।ে যশোররে একঝাঁক স্বচ্ছোসবেী শর্ক্ষিাথী এভাবে যোগ হয়ে এই ভালো কাজ করছ,ে তা সত্যইি প্রশংসনীয় ও অনুকরণীয়।' আইডয়িার প্রতষ্ঠিাতা ও প্রধান উপদষ্টো সহকারী অধ্যাপক হামদিুল হক শাহীন বলনে, 'মধ্যবত্তিরে ঈদ বাজার কোনো দান নয়, ত্রাণ নয়-বরং মধ্যবত্তিরে সাধ্যরে মধ্যে ক্রয়ক্ষমতা ফরিয়িে আনার ক্ষুদ্র প্রচষ্টো। একঝাঁক শর্ক্ষিাথী যোগ হয়ে মাসব্যাপী মানবকল্যাণে ঠকতে চাওয়ার জন্য প্রতজ্ঞিাবদ্ধ হয়ছেলি রমজান মাসব্যাপী। সখোনে যুক্ত হয়ছেলিনে নানা বত্তিবান ও চত্তিবান মহৎ মানুষরা। মধ্যবত্তি পরবিাররে ঈদ আনন্দরে শামলি হওয়ার এবং সারাদশেরে জন্য একটি মডলে উপস্থাপনরে-এভাবে সবার মলিে ভালো থাকা যায়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে