সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হলেন জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার

নতুনধারা
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০১৫ সালে জাতীয় দলে যোগদানের পর থেকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে খেলে আসছেন রনি তালুকদার। চলতি মৌসুমে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০তে ডাক পান রনি। জাতীয় দলে ফিরেই ছন্দে আছেন রনি তালুকদার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০তে রনি মাত্র ২৪ বলে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন, যা টি-২০তে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের তৃতীয় দ্রম্নততম অর্ধশতকের রেকর্ড।

রনি তালুকদারের ক্রিকেট ক্যারিয়ার যেখানে তুঙ্গে, সেখানে থেমে ছিল শিক্ষা জীবনের ক্যারিয়ার। যার ধারাবাহিকায় বুধবার সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে। সোনারগাঁও ইউনিভার্সিটি এ দেশের খেলোয়াড়দের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে, এ জন্য তিনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি বলেন, আমি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপিস্নট করে পড়াশোনা শেষ করতে চাই। আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে ম্যাচ শেষ করে আমি ইউনিভার্সিটির পড়াশোনায় মনোযোগ দেব।'

রনি তালুকদার বলেন, 'আমাকে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য আমি সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সোনারগাঁও ইউনিভার্সিটি এখন আমার ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি গর্বিত।'

এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির হেড অব পিআর নাহিদ হাসান, সিনিয়র এডমিশন এক্সিকিউটিভ মো. রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ১১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ভর্তির জন্য নির্বাচিত করায় রনি তালুকদারকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে হেড অব পিআর নাহিদ হাসান বলেন, 'আপনার মতো খেলোয়াড় এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা আরও বেশি অনুপ্রাণিত হবে।' সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে