সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধায় 'মহান মে দিবস' পালিত

স্বদেশ ডেস্ক
  ০৩ মে ২০২৩, ০০:০০
মৌলভীবাজারে মহান 'মে দিবসে' শোভাযাত্রা বের করে চা শ্রমিক ইউনিয়ন -যাযাদি

'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সব শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক সংগঠন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে বঙ্গবন্ধু চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা শ্রমিক লীগের সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

এদিকে শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ চা ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে ও চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক নৃপেন পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন অলিলা গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিলস্নুর রহমান।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম প্রমুখ।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর মেয়র মো. মতলুবর রহমান প্রমুখ।

বাগেরহাট সদর প্রতিনিধি জানান, বাগেরহাটে বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্‌ফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলাম। বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, ডা. হাবিবুর রহমান, খান মতিউর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র মো. আমজাদ হোসেন, ইউএনও মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, রুকসানা বারী রুকু, ইউনিয়নের সম্পাদক মো. ফজলুল হক ভুঁইয়া প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জের্ যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, শ্রমিক নেতা মাসুদ মিয়া, আমিনুর ইসলাম, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, ওবায়দুল রহমান স্বপন।

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে সভায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া, জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি আবু সাঈদ, যুগ্ম সম্পাদক রফিক দেওয়ান প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি বাজার এলাকায় খলিশাকুন্ডি বাজার কমিটির সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোদাচ্ছির হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বের্ যালি বের বের করা হয়। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্মসম্পাদক দেলোয়ার হোসেন মোলস্না, আনিসুর রহমান মিন্টু প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ালী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সম্পাদক শেখ ফরিদ উদ্দিন খোকনের সঞ্চালনায় আলোচনা করেন সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহ হক প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুলস্নাহ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আকরামুল হক, আ. ছামাদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ধানুয়া কামালপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জিএম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা (সিএনজি) পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। সাংবাদিক ছৈয়দুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, ট্রেড ইউনিয়ন জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বায়েজিদ শাখার সভাপতি রাশেদুল ইসলাম, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামীম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, এসিল্যান্ড সানজিদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন, উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল হাই, সম্পাদক মো. আশরাফ উদ্দিন আফিস, সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাবলু প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় লোহাগড়া বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের আয়োজনের্ যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মৃত ও আহত শ্রমিকদের পরিবারদের চেক হস্তান্তর ও গণভোজের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে