সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হত্যাকারীদের ফাঁসির দাবিতে দুই জেলায় মানববন্ধন

লক্ষ্ণীপুর প্রতিনিধি
  ০৩ মে ২০২৩, ০০:০০
লক্ষ্ণীপুরে ব্যবসায়ী নুরুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

লক্ষ্ণীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ী নুরুল ইসলাম ইমতিয়াজ গত দুই সপ্তাহ আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কামারহাট ব্যবসায়ী পরিচালনা কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের কাছে স্বারকলিপি দেন স্বজনরা। মানববন্ধনে নিহতের মা জাহানারা বেগম, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কামারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলেমান, মাওলানা মাছুম বিলস্নাহ, সালাহ উদ্দিন আলামিন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নঈম মিয়ার বাজার সংলগ্ন সারমারা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুলালের বাবা আব্দুর রেজ্জাক, মামলার বাদী রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, নিহতের ছেলে মনিরুজ্জামান, মেয়ে মুনিয়া আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে