সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের মৃতু্যবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি
  ০৩ মে ২০২৩, ০০:০০

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্পীকার গাইবান্ধার কৃতিসন্তান শাহ আব্দুল হামিদের ৫১তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসানের সভাপতিত্বে সংস্থার সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা যুব লীগের সাধারণ সম্পাদক সরদার সাহিদ হাসান লোটন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্‌ শামীম কবীর মন্টি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব হাসান হাবুল, সিপিবি'র সাবেক সভাপতি ওয়াজিউর রহমানর্ যাফেল, ওয়ার্কার্স পার্টির পলিট বু্যরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জিয়াউল হক জনি, সাবেক সাংসদ আব্দুর রশীদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।

বক্তারা মরহুম শাহ আব্দুল হামিদের কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন। তদানীন্তন রংপুর জেলার গাইবান্ধা মহুকুমার গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের খলশী গ্রামে ১৯০০ সালে এক সম্ভ্রান্ত পরিবারে শাহ আব্দুল হামিদের জন্ম হয়। ১৯৭২ সালে ১ মে তিনি চিরবিদায় নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে