সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৩ মে ২০২৩, ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। গত ৩০ এপ্রিল রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জ থানায় আলাদ তিনটি মামলা করা হয়।

মঙ্গলবার পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬০৮ পুরিয়া গাঁজা, ৭৫ পুরিয়া হেরোইন, ১০টি ককটেল, ৪টি রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সন্দেহভাজন ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মোস্তফা কামাল, আবু বক্কর সিদ্দিক, ডেমরা এলাকার আলামিন, চনপাড়া বহরের উজ্জল মিয়া, নাদিম, সোহাগ মিয়া, মুজিব, আরিফ, আনোয়ার হোসেন, খলিল আকন, সোহেল, শাহরিয়ার ইসলাম মন্ডল, শামীম, হাজারী মামুন চৌধুরী ও সাদেক। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একের পর এক অপরাধের ঘটনা ঘটিয়ে যাচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা। পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে