সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

১৩ দিন পর শিশুর গলা থেকে বের করা হলো লোহার ওয়াশার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৩ মে ২০২৩, ০০:০০

চুয়াডাঙ্গায় দীর্ঘ ১৩ দিন পর ওয়ালিদ (৪) নামে এক শিশুর গলার ভেতরে আটকে থাকা লোহার একটি ওয়াশার অপসারণ করেছেন চিকিৎসক। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে ডা. আল ইমরান জুয়েল কোনো অস্ত্রোপচার ছাড়াই ওয়াশারটি অপসারণ করেন। শিশু ওয়ালিদ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের কৃষক জামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ২৭ রমজান খেলার সময় সবার অজান্তেই শিশু ওয়ালিদের গলায় লোহার ওয়াশারটি আটকে যায়। এরপর খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় তার ও অসুস্থ হয়ে পড়ে। ঈদের পরদিন ওয়ালিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানান, তার শিরায় টান লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিলেই সুস্থ হয়ে যাবে। সোমবার সকালে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ালিদকে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আল ইমরান জুয়েলের কাছে নেওয়া হয়।

ডা. আল ইমরান জুয়েল বলেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় শিশুটির গলার মধ্যে একটি লোহার গোলজাতীয় জিনিস আটকে আছে। পরে বিনা অস্ত্রোপচারে লোহার ওয়াশারটি অপসারণ করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে