সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রংপুরে সারের অপচয় রোধে মতবিনিময়

রংপুর প্রতিনিধি
  ০৩ মে ২০২৩, ০০:০০

রংপুরে বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে মিঠাপুকুর সার ব্যবহারে অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদ হলরুমে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটর ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক মনফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক মো. ছাব্বির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম ও রানীপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আবু ফরহাদ প্রমুখ।

প্রধান অতিথি টেকসই কৃষির উন্নয়নে মাটির স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। করণীয় হিসেবে তিনি মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম মাত্রায় সার ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে