সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মে দিবসে টাঙ্গাইলে আ'লীগের দুই গ্রম্নপের পাল্টাপাল্টি কর্মসূচি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০৩ মে ২০২৩, ০০:০০

'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' প্রতিপাদ্যে 'দুনিয়ার মজদুর এক হও' স্স্নোগানে টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রম্নপের আলাদা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

অপরদিকে, টাঙ্গাইল পৌর এলাকার সর্বস্তরের শ্রমিকদের ব্যানারের্ যালি অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে মে দিবসেরর্ যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে