শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বায়ুবিদু্যৎ কেন্দ্র থেকে ৩০ মেগাওয়াট বিদু্যৎ জাতীয় গ্রিডে যুক্ত

কক্সবাজার প্রতিনিধি
  ২৬ মে ২০২৩, ০০:০০

কক্সবাজারের খুরস্কুলে বেসরকারি খাতে নির্মিত দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদু্যৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদু্যৎ যুক্ত হয়েছে। পরীক্ষামূলকভাবে সক্ষমতা যাছাইয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল তিনটার দিক থেকে ৩০ মেগাওয়াট বিদু্যৎ জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার বিদু্যৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের গণি।

তিনি বলেন, কক্সবাজারের খুরুশকুলে নির্মিত বায়ু বিদু্যৎ আগামী সেপ্টেম্বর হতে বেসরকারিভাবে উৎপাদিত মোট ৬০ মেগাওয়াট বিদু্যৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। এর ফলে কক্সবাজারে লোডশেডিংয়ে মাত্রা কমে আসবে। সেই সঙ্গে বিদু্যতের লো ভল্টেজের মাত্রাও ঠিক হয়ে যাবে। এখন কক্সবাজারে প্রতিদিন বিদু্যতের চাহিদা ১৫০ মেগাওয়াট। এ প্রকল্প চালু হওয়ায় মানসম্মত বিদু্যৎ সরবরাহ নিশ্চিত হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৯০০ কোটি টাকার এ প্রকল্পটির সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে। ২০২১ সালের মার্চে শুরু হওয়া প্রকল্পটিতে চীনা নাগরিকসহ প্রতিদিন কাজ করছে প্রায় ৪০০ শ্রমিক। কেন্দ্রটি থেকে প্রতিটি টার্বাইনে ৩ মেগাওয়াট করে ২২টি টার্বাইন থেকে ৬৬ মেগাওয়াট বিদু্যৎ যুক্ত হবে জাতীয় গ্রীডে। খুরস্কুলে নতুন প্রকল্পটিসহ দেশে মোট বায়ুভিত্তিক বিদু্যৎকেন্দ্রের সংখ্যা চারটি। দেশের বিদু্যতের চাহিদার জোগান দিতে সরকার বেসরকারি খাতে এ বায়ুবিদু্যৎ প্রকল্প চালু করেছে।

এদিকে, বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী কক্সবাজারের খুরুশকুলের নদী তীরবর্তী এলাকায় নির্মিত প্রকল্পটি পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে