রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

'সত্তরের নির্বাচনের পর বঙ্গবন্ধু বাংলাদেশের একক নেতায় পরিণত হয়েছিলেন'

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৩, ০০:০০
দিনাজপুরের বোচাগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবসের আলোচনা সভায় বক্তব্যে রাখেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি -যাযাদি

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ১৮৫৫ সালে সিধু লাল, কানু লাল অসাম্প্রদায়িক চেতনার যে সূচনা করেছিলেন সেই অজস্র আন্দোলন, বিদ্রোহ এবং জীবন উৎসর্গের সংগ্রামের ধারাবাহিকতা শেখ মুজিব এই বাংলাদেশের মানুষকে নিয়ে তৈরি করেছিলেন। যার পটভূমিতে সত্তরের নির্বাচনে বাংলার মানুষ বঙ্গবন্ধুকে অকুুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। ৭০ সালের নির্বাচনের পর বঙ্গবন্ধু বাংলাদেশের একক নেতায় পরিণত হয়েছিল। সে সময় বাঙালি জাতি স্স্নোগান দিয়েছিল শেখ মুজিবেব পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ব্রিটিশ বেনিয়া, পাকিস্তানি শাসক গোষ্ঠীরা যে কায়দায় বঙ্গবন্ধুকে হত্যা করে এই বাংলাদেশকে স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত করেছে একইভাবে আবার বাংলাদেশে নতুন ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের জোগান দিচ্ছেন কতিপয় দেশবিরোধী গোষ্ঠী। তারা দেশের সাংবিধানিক ধারা থামিয়ে দিতে চায়। প্রতিমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার মাধ্যমে দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনও মো. ডালিম সরকারের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান নিমাই চন্দ্র দেবশর্মা, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি মতিন হাসদা, আদিবাসী নেতা ইলিয়াস হেম্রম, সূর্য্যপুরী সমিতির সভাপতি পারগান সরেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সম্পাদক আফছার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল আজাদ মনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে