রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দরে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফের ধসে পড়ল সীমানা প্রাচীর

পটুয়াখালী প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৩, ০০:০০
পটুয়াখালীর পায়রা বন্দরে নির্মাণ কাজ শেষ না হতেই ধসে পড়েছে সীমানা প্রাচীর -যাযাদি

পটুয়াখালীর পায়রা বন্দরে নির্মাণকাজ শেষ হতে না হতেই ফের ধসে পড়েছে বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা গাইড ওয়াল। বর্তমানে ঝুঁকিতে রয়েছে পুরো ৩ হাজার ফুটের গাইড ওয়াল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন পশ্চিম পাশের ছয়আনি খালের মধ্যে গাইড ওয়াল দুটি ধসে পড়ে। এর আগে বৃহস্পতিবার তিনটি গাইড ওয়াল খালের দিকে হেলে পড়েছিল। এ বছরের ৩০ জানুয়ারি আরও একটি গাইড ওয়াল হেলে পড়েছিল।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি ১১ কোটি টাকা ব্যয়ের গাইড ওয়ালের কাজ গত বছর শুরু করে। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর গাইড ওয়ালটি ধসে পড়ে। কয়েক দফায় গাইড ওয়াল ভেঙে পড়া এবং ধসে পড়ার ঘটনায় ঠিকাদারের গাফিলতি নাকি ডিজাইনের ত্রম্নটি রয়েছে, সে বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এ বিষয়ে জানতে পায়রা সমুদ্র বন্দরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে