রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এডি সায়েন্টিফিক ইনডেক্সের তালিকায় হাবিপ্রবির ১১১ গবেষক

হাবিপ্রবি প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৩, ০০:০০
আপডেট  : ০২ জুলাই ২০২৩, ০০:০৫

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১১১ জন গবেষক শিক্ষক ও শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৩২। শুক্রবার এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫০ হাজার ৮৫২ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষক স্থান পেয়েছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এই তালিকায় সব গবেষককে ১২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে রয়েছেন- অধ্যাপক ডক্টর মারুফ আহমেদ, অধ্যাপক ডক্টর উম্মে ছালমা, অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া, সহযোগী অধ্যাপক ডক্টর মো. আজিজুল হক, সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেন, সহযোগী অধ্যাপক ডক্টর মো. আবু সাঈদ, অধ্যাপক ডক্টর মো. সাজ্জাত হোসেন সরকার, সহযোগী অধ্যাপক ডক্টর মো. রবিউল ইসলাম, অধ্যাপক ডক্টর মো. হাসানুজ্জামান এবং অধ্যাপক ডক্টর শাহ নুর কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে