সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

নতুনধারা
  ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিসি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভিসি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর মুহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এস এম এহসান কবীর, বঙ্গবন্ধু পরিষদের ইআবি শাখার সভাপতি মো. শামীম হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং কর্মচারী পরিষদ ইআবি শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর। সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভিসি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং পবিত্র কোরআন খতম ও ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে