সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভোক্তা অধিকারের অভিযানে ফরিদপুরে কমল ডাবের দাম

ফরিদপুর প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কমেছে ডাবের দাম। মঙ্গলবার ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতালের সামনে অস্থায়ীভাবে গড়ে ওঠা ডাবের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাব ব্যবসায়ীরা দুইশ' টাকার ডাব ১২০ টাকায় ও দেড়শ' টাকার ডাব একশ' টাকা দরে বিক্রি করে।

ক্রেতারা জানান, 'অভিযান না থাকলে একটি ডাব ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে কিনতে হয়।'

জেলা ভোক্তা অধিদপ্তরের সরকারি পরিচালক সোহেল শেখ জানান, 'ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাবের চাহিদা বেড়ে গেছে। এ কারণে ব্যবসায়ীরা অধিক মুনাফার চেষ্টা করছে। আমরা এমন অভিযোগের প্রেক্ষিতেই অভিযানে নেমেছি। আমরা চাই একজন ক্রেতা ন্যায্য দাম পণ্যটি ক্রয় করুক।' যাতে উভয়ই ক্ষতিগ্রস্ত না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে