সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাজৈরে জমি নিয়ে দুই গ্রম্নপের পাল্টাপাল্টি হামলায় আহত ২৫

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

মাদারীপুরের রাজৈরে জমিজমা বিরোধের জের ধরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রম্নপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের নারীসহ অন্তত ২৫ জন আহত হন। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মালেশিয়া প্রবাসী জাহিদুল মোলস্নাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পাইকপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার কোহিনূর মোলস্না (পুনু) পক্ষের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান মোলস্নার সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই সেন্টু মোলস্না পক্ষের মাসুদ শেখের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে মালেশিয়া প্রবাসী জাহিদুল মোলস্না তার স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে ইজিবাইকে বাড়ি ফেরার সময় মোড়ার বাজার স্থানে তাদের ওপর হামলা ও মারধর করে মাসুদের লোকজন। এ সময় জাহিদুলকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে রাজৈর হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে হাবিবুরের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাসুদের বসতবাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ২৫ জন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে