সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ৩ জেলায় বিএনপির মৌন মিছিল

স্বদেশ ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৩, ০০:০০
ভোলায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির মৌন মিছিল -যাযাদি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ভোলা, ঝিনাইদহ ও গাইবান্ধা জেলায় গুমের শিকার ব্যক্তিদের স্বরণে বিএনপি মৌন মিছিল কর্মসূচী পালন করেছে। এছাড়াও মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, ভোলা জানান- ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা বিএনপির আয়োজনে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান ও এনামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুব দলের সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।

ঝিনাইদহ প্রতিনিধি জানান- ঝিনাইদহে মৌন মিছিল করেছে বিএনপি। বুধবার জেলা বিএনপি'র আয়োজনে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে এ মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বের হয়ে শহরের প্রবেশ মুখ পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে পুলিশ তাদের বাধাঁ দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান- গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে একটি মৌন মিছিল বের করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল প্রমুখ। মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ, মোর্শেদ হাবীব সোহেল, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, মনজুর মোর্শেদ বাবু প্রমুখ অংশ নেন।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান- মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার সংকট নিরসন, রোগ নির্ণয়ের অচল যন্ত্রপাতি সচল করা, আউটডোর ইনডোরে চিকিৎসা সেবার মান উন্নয়ন, সকল সিন্ডিকেট বন্ধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার দাবিতে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার পুলিশী বাঁধা উপেক্ষা করে প্রেস ক্লাব চত্বরে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এ মানববন্ধন করা হয়। এতে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থার চৌধুরী জুসেফ আলী, রুহেল আহমদ চৌধুরী, শেখ ফারুক আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে