সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাবির ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

রাবি প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার হলটির ভিতরে আন্দোলন করেন তারা। পরে হলের মেইন গেইটে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

জানা যায়, এর আগেও কয়েক দফা হল প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্যান্টিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানান তারা। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিয়েই ক্যান্টিন চালাচ্ছিলেন ক্যান্টিন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান যথেষ্ট খারাপ বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, 'আমরা কয়েকবার ক্যান্টিনে খাবারের দাম কমানোর কথা মালিককে অবহিত করেছি। তিনি খাবারের দামও বেশি নেন আবার খাবারের মানও খুব খারাপ। আমরা এটাও বলেছি যে, অন্য ক্যান্টিন নির্দিষ্ট দামে পারলে আপনি পারবে না কেন।'

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ডক্টর সুজন সেন বলেন, 'আমি বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি শুনে দ্রম্নত সমাধান করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে