মেহেরপুরের গাংনী, খুলনার পাইকগাছা ও রাঙ্গামাটির রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও মামলা দেওয়া হয়েছে। বুধবার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরে গাংনীতে ভোক্তা অধিকার অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গাংনী বাজারের ভাই ভাই স্টোর নামে মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও মেসার্স মঞ্জু সবজি ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও রশিদ না থাকায় ২০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওর্ যাব-১২-এর একটি টিম অভিযানে সহায়তা করেন।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন স্থানীয় প্রশাসন। মনিটরিং ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে মঙ্গলবার পৌর সদরের হাট-বাজার ও বিপণিবিতানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহাম্মদ আল-আমিন। এ সময় ৩ ব্যবসায়ীকে ৫৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকরুজ্জামান ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে হেলমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে তিনজনকে ১০০০ টাকা জরিমানা করা হয়। অপর দিকে পচা মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীর নামে মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাজস্থলী ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এ অভিযান পরিচালনা করেন।