নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে এবং বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে পাজা ও এসআর পাজা মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে মার্কেটের প্রকল্প পরিচালকের করা মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে দুই মার্কেটের ব্যবসায়ীরা বুধবার মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মার্কেটে বিদু্যৎসহ নানা সমস্যায় ভুগে আসায় কোন ব্যবস্থা না নেওয়ায় গত ঈদের আগে প্রকল্প পরিচালকের অফিসে গিয়ে তাকে না পেয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করে ফিরে আসেন। এর প্রেক্ষিতে প্রকল্প পরিচালক ৭জন ব্যবসায়ীর নামে গালিগালাজ, হত্যার হুমকি ও অফিসে তালা দেওয়ার অভিযোগ তুলে সেইসময় হয়রানিমূলক মামলা করেন।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি শেখ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক সাগর, সহ-সভাপতি আখতারুজ্জামান সুরুজ ও সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন মনু, দপ্তর সম্পাদক আরমান শেখ পাখি, ক্রীড়া সম্পাদক কমল সরকার, সাবেক সভাপতি আরশেদ আলো, সাবেক সম্পাদক মনির হোসেন প্রমুখ। আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে মার্কেট বন্ধসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন ব্যবসায়ী নেতারা।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুরার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার ফুলবাড়ি বহুমুখী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরাও মানববন্ধনে অংশ নেন। গত বুধবার প্রধান শিক্ষক কামরুল হাসানকে বখাটেরা মারধোর করার প্রতিবাদ ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন করা হয়। বগুড়া-সরিয়াকান্দি সড়কে হাট ফুলবাড়ী অংশে মানববন্ধন কর্মসূচিতে প্রায় ১৬০০জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মমতাজুর রহমান মন্তে, সদস্য আহসান হাবিব বিপস্নব, শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক লাল মাহমুদ, শিক্ষক প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।