সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

স্বদেশ ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ধর্মীয় ভাবাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'শহীদ বুদ্ধিজীবী দিবস'। দিবসটি উপলক্ষে জাতির এ সূর্য সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় শোকর্ যালি।র্ যালি শেষে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মোনাজাত, প্রদীপ প্রজ্ব্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীতে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারসহ শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে রাজশাহী জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহী কোট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপস্নব বিজয় তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপস্নব বিজয় তালুকদার, পুলিশ সুপার সাইফুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলিউল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ডক্টর মোকছেদ আলী, রাজশাহী বিভাগ স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী প্রমুখ।

বরিশাল অফিস জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয় দফা বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য (রু.দা.) অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য (রু.দা.) অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম, ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দীন, শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, প্রক্টর ডক্টর খোরশেদ আলম, রেজিস্ট্রার মনিরুল ইসলাম এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. তানজীন হোসেন।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ বেদিতে প্রথমে রাষ্ট্র ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক ও সভাপতি কায়ছারুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর ইউএনও তানিয়া তাবাসসুম প্রমুখ।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে। এ সময় রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোকর্ যালি ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ডক্টর মজিব উদ্দিন আহমদ প্রমুখ।

এদিকে সকালে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী পাবলিক লাইব্রেরির বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজি মাহবুবুল আলম ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আল বেলী আফিফা।

পরে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ শ্রদ্ধা জানান।

লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে শহরের বাগ বাড়ি '৭১-এর গণহত্যার শহীদ সমাধিতে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ ও জেলা মুক্তিযুদ্ধা সংসদ। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্ণীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, সদর

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় জেলা কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এছাড়াও পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন। একই সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে একটির্ যালি বের করা হয়।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুলস্নাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম এবং সদর ইউএনও মিজাবে রহমত। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুলস্নাহ আল খায়রুম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর ইউএনও মিজাবে রহমত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোখলেসুর রহমান আকন্দ, সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে জেলা প্রশাসক খালিদ হোসেন স্মৃতিসৌধে প্রথমেই ফুল দিয়ে দিবসের সূচনা করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আবুল হাসনাত খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)র্ যালি ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

শাবি প্রতিনিধি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর চন্দ্রানী নাগ।

সিকৃবি প্রতিনিধি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন ভুঁঞা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সা'দ উদ্দিন মাহফুজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার শহীদ সুকান্ত আবদুলস্নাহ হল রুমে নবাগত ইউএনও ফারিহা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এসি ল্যান্ড উম্মে ইমামা বানিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ বড়মাঠ সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, সেতাবগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, উপজেলা প্রেস ক্লাবসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও শেখ নুরুল আলম। শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, পিআইও মো. আশরাফ হোসেন প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভার.) পারভীন আক্তার, এসি ল্যান্ড মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহ হক, এমদাদুল হক খান, সাবেক মেয়র কামাল পাশা, শ.ম জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সিগ্নেন্দু বাউল, আব্দুল জব্বার, ওয়াহেদ আলী প্রমুখ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কলেস্নাল কিশোর সরকার, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উলস্ন্যাহ তপদার, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূ্‌ঁইয়া প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী ও সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশা ও ইউএনও রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসি ল্যান্ড রিফাত নূর মৌসুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোলস্না, বীর মুক্তিযোদ্ধা এম. গনি, ওসি আবু বকর মিয়া প্রমুখ।

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, প্রেস ক্লাব মোলস্নাহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা ও মোলস্নাহাট থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার ওসি এসএম আশরাফুর আলম। উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মনিরুজ্জামান মোলস্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী শিকদার, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক শিকদার মনিরুজ্জামান, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও উজালা রানী চাকমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, এসি ল্যান্ড এনামুল হাসান, মনোহরগঞ্জ থানার ওসি হানিফ সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ প্রমুখ।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, তাহিরপুরে ইউএনও সালমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, এসি ল্যান্ড আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, থানার ওসি তদন্ত কাউসার আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রৌজ আলী প্রমুখ।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড ফারজানা ইসলাম, শার্শা থানার ওসি শেখ কামরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। উপস্থিত ছিলেন শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল উত্তম কুমার রায়, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডাক্তার লক্ষিন্দার কুমার দে, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এমএম মামুন হাসান প্রমুখ।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, এসি ল্যান্ড মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ গণি, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাধান শিক্ষক দেওয়ান রৌশনারা লাকীর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মফিজুল ইসলাম দুধ মিয়া। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের মিরপুর এলাকায় ফেলে রাখে। সেই সব বুদ্ধিজীবীর স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। এ সব বুদ্ধিজীবীর স্মরণে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে নির্মাণ করা হয়েছে 'শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ'। স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন এসি ল্যান্ড ইয়াসিন খন্দকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযেদ্ধা আব্দুলস্নাহ ছালেহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ইউএনও নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড আশিক-উর-রহমান, ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, মো. নূরনবী, বাবুল আহমেদ, আরিফুজ্জামান খোকা, জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে। অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজমত উলস্না খান। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মনজুরুল হক, শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আশরাফ আলী প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, মোজাফ্‌ফ্‌র হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, খায়রুল ইসলাম, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান প্রমুখ।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় ইউএনও ইশতিয়াক ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, এসি ল্যান্ড আব্দুলস্নাহ আল মুমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসি ল্যান্ড আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উলস্নাহ, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার বরুড়ায় ইউএনও নু-এমং মারমা মংয়ের সভাপতিত্বে শোকর্ যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম। এ সময় এসি ল্যান্ড মঈন উদ্দিন, বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা হল রুমে ইউএনও আব্দুলস্নাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজল হোসেন চৌধুরী, এসি ল্যান্ড আশরাফুল কবীর, নবাগত ওসি বসির আহাম্মেদ বাদল, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু প্রমুখ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও একেএম শরীফুল হক। অনুষ্ঠানে অন্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু, এসি ল্যান্ড রুনাল্ট চাকমা, থানার ওসি মো. আবুল হাসনাত, উপজেলা ভাইস্‌ চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড আব্দুলস্নাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম, ওসি আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় ইউএনও মীর আল কামাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসি ল্যান্ড মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম প্রমুখ।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভময় পাল, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, বাংলাদেশ মানাধিকার কমিশনের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ঘশ খান হুমাযুন, তোফাজ্জল হোসেন।

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি জানান, হাইমচরে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ইউএনও পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসি ল্যান্ড আবদুলস্নাহ আল ফয়সাল, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ডা. হাফেজ আহমেদ মাস্টার, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুব রশিদ প্রমুখ। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ্‌।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে