সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনায় নিহত গফরগাঁওয়ের আসলাম মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুক চৌধুরীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান।

জানা যায়, গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ বগি লাইনচু্যত হয়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের দুর্ঘটনায় আসলাম মিয়া নিহত হয়েছেন। নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোছলেম উদ্দিনের ছেলে। আসলাম মিয়ার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

জীবিকার তাগিদে প্রতিদিন গফরগাঁওয়ের স্থানীয় বাজার থেকে শাকসবজি, মুরগি, ডিমসহ নানা পণ্য সংগ্রহ করে ট্রেনে চড়ে গফরগাঁও থেকে ছুটে যেতেন ঢাকায়। প্রায় প্রতিদিন ট্রেনে যাতায়াত করতেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতেই লাশ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। দাফন-কাফনের জন্য বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে