সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বুদ্ধিজীবী দিবসে মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধু পরিষদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মুহাম্মদ শাহীন উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় প্রফেসর ডক্টর মাহবুবুল হক, প্রফেসর ডক্টর আজিজুল হক, প্রফেসর ডক্টর মনির মোর্শেদ, প্রফেসর ডক্টর আশরাফ হোসাইন তালুকদার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, প্রফেসর ডক্টর মুছা মিয়া, ডক্টর নাজমুস সাদেকীন, ডক্টর সৈসয়দ মহিবুল হোসেন, ডক্টর আবু জাফর শিবলীসহ বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য নেত্রী উপস্থিত ছিলেন।

উলেস্নখ্য, ১৯৭১ সালে বছরব্যাপী বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। কিন্তু মুক্তিযুদ্ধের শেষের দিকে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে বেশি সংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। রাজাকার বাহিনীর সহযোগিতায় এর মধ্যে ১৪ ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে