সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে যাত্রী ও পণ্য পরিবহণ সেবা মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
গোপালগঞ্জে তিন দিনব্যাপী যাত্রী ও পণ্য পরিবহণ সেবামেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম -যাযাদি

গোপালগঞ্জে তিনদিনব্যাপী যাত্রী ও পণ্য পরিবহণ সেবামেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরতলীর কুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও বিআরটিএ'র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেবা মেলায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিআরটিএ, এনআরবিসি ব্যাংক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল, ডাচবাংলা ব্যাংক ও আয়কর বিভাগের স্টলসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা।

এরপর গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বক্তৃতা করেন পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, বিআরটিএ'র সহকারী পরিচালক আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, ডাচবাংলা ব্যাংকের মনিরুল ইসলাম, আয়কর বিভাগের জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার স ম আরিফুল হক, বাস-মালিক সমিতির নেতা মো. বিলাশ শেখ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি বুলবুল ইসলাম, ট্রাক শ্রমিক সভাপতি মিটু কাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে