সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভূঞাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার টাঙ্গাইলের ভূঞাপুরের দারোগ আলী সুপার মার্কেটের দোতলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ওই অফিসে অবস্থান করছিলেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাহিনুল ইসলাম তরফদার বাদল, খায়রুল ইসলাম বাবলুসহ বেশ কিছু নেতাকর্মী। এ সময়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ইটপাথর ছুড়ে মারলে ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স অফিসের গস্নাস ভেঙে তাদের গায়ে লাগে বলে জানা যায়।

ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, 'এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের অফিসে আসেন, তখন একদল সন্ত্রাসী হামলা করে।'

ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, 'বিভিন্নভাবে আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। আজ আমার এবং আমার সফর সঙ্গীদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে