সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে সদর থানা পুলিশ -যাযাদি

মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার সদর থানার সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওসি মোহাম্মদ আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় প্রদানসহ কে কোথায় থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এখন তারা কীভাবে জীবনযাপন করছেন সেই বর্ণনা দেন।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন মুক্তিযোদ্ধাকালীন তাদের বিভীষিকাময় সময়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও ওই সংবর্ধনা সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনসে উপস্থিত থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। তারা ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন গোপালগঞ্জ থানার ওসি আনিচুর রহমান, ইন্সপেক্টর নয়ন চন্দ্র দেবনাথ, সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, সহকারী সাব-ইন্সপেক্টর শুকুর আলী, রবিউল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে