সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

স্বদেশ ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক পাওয়ায় নেতাকর্মীদের আনন্দ মিছিল -যাযাদি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। তারা নিজ নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ নানা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। দিচ্ছে নানা প্রতিশ্রম্নতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক নির্বাচনী গণসংযোগের কাজ শুরু করেছেন। তিনি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের হাজী শরীয়তুলস্নাহ বাজার ও চকবাজারের ব্যবসায়ীদের সঙ্গে শহরের গণসংযোগ করেন। তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও আগামী ৭ জানুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় হাজী শরীয়তুলস্নাহ বাজারে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুর ইসলাম মোলস্না, সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহাসহ উভয় বাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা মার্কা বিজয়ের লক্ষে শ্রীনগরের প্রচারণা শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়ে শ্রীনগর সদর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে চলে। প্রচারণায় অংশ নেন শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা শাহ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন, সাবেক চেয়ারম্যান আজিম হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু হাজি, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার মলিস্নক প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর নাচোল) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। বুধবার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মোড়, বাড়ি, বাজারে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলছি। আমি ৫ বছর এমপি ছিলাম। আমি যদি ভালো কাজ করে থাকি তবে আমাকে ভোট দেবেন।'

এ সময় জামবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পিয়ারুল ইসলামসহ আওয়ামী লীগ কর্মী-সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে