সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সততা ও মেধার স্বীকৃতি দিতে হবে

বিজ্ঞান জাদুঘর ডিজি মুনীর চৌধুরী
নতুনধারা
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেছেন, 'শুধু মেধা, দক্ষতা কিংবা জ্ঞান বিজ্ঞান চর্চা থাকলেই হবে না, এর সঙ্গে অপরিহার্যভাবে প্রয়োজন সততা, নিষ্ঠা ও নৈতিকতা। সততার অভাবে অনেক বড় বড় প্রযুক্তি অকার্যকর হয়েছে, কিংবা বিফলে গিয়েছে। সরকারি কর্মচারী হিসেবে যে যে পদে আছেন, তাকে তার মেধা দিয়ে প্রতিষ্ঠানকে উন্নত এবং সেবার মানকে সহজ করে দিতে হবে। অনেক মেধাবী তরুণ উপযুক্ত চাকরি না পেয়ে সাব-রেজিস্ট্রার, এমনকি প্রকৌশলী হয়েও অ-প্রকৌশলী পেশায় প্রবেশ করছে। মেধার স্বীকৃতি দিতে হবে এবং মেধাবীকে উপযুক্ত মর্যাদা দিতে হবে।'

মুনীর চৌধুরী আরও বলেন, 'চাকরির শুরুতে অর্থ লোভ ঢুকে গেলে তা' বাকি জীবন নিজেকে অজগরের মতো গিলে খাবে। অর্থ লোভ থেকে নিজেকে মুক্ত রেখে উদ্ভাবনী চেতনা ও নৈতিক শক্তি দিয়ে জনগণের কাছে সেবার মান পৌঁছাতে হবে। প্রযুক্তির অপপ্রয়োগের কারণে যেন প্রকৃতি ও পরিবেশ ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামে গ্রামে অশিক্ষিত, অজ্ঞ ও অসচেতন মানুষের কাছে প্রযুক্তিকে সহজভাবে ব্যবহারযোগ্য করতে হবে। সরকারি দপ্তরে প্রযুক্তির যথাযথ প্রয়োগ হলে দালাল, প্রতারক বা মধ্যস্বত্বভোগীদের উৎপাত কমবে। শুধু নিজের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে আত্মকেন্দ্রিক হলে কখনোই মানবিক অফিসার হওয়া যাবে না, দায়িত্ব সচেতন ও কর্তব্য পরায়ণ হতে হবে।' গত ১৮ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর বিজ্ঞান জাদুঘরে আয়োজিত বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মোহাম্মাদ মুনীর চৌধুরী এ আহ্বান জানান।

এ উপলক্ষে ৬৫ জন সরকারি কর্মকর্তা জাদুঘর ভ্রমণ করেন এবং তাদের জন্য জাদুঘরের বিভিন্ন বৈজ্ঞানিক প্রদর্শনী বস্তু উপস্থাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে