সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কম্বল বিতরণ

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় কেবি ফাউন্ডেশন-৯৮ এর উদ্যোগে এতিম-অসহায়, বিধবা, অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহম্পতিবার উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া, দক্ষিণ ভবানীপুর, উত্তর ভবানীপুর, সোনালি ফ্যাক্টরীপাড়া, ভাঙ্গাপুল ও সাতবাড়ীয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গ্রামে এসব বিতরণ করা হয়। সংগঠনের পরিচালক আসানুল ইসলাম বাবু জানান, এর আগে ৩২টি পরিবার এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা প্রদান করা সম্ভব হয়েছে। আমরা প্রথমে কয়েকজন বন্ধু মিলে সংগঠনটির পথচলা শুরু করি। পরে আমাদের সংগঠনটিকে সহযোগিতা করতে এগিয়ে আসে উপজেলার এসএসসি '৯৮ ব্যাচের বন্ধুরা। ওই সংগঠনের অনেকেই প্রবাসী, তারা স্ব-ইচ্ছায় এগিয়ে আসে।' ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কেবি ফাউন্ডেশন-৯৮ সংগঠনটি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।

অফিসে চুরি

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার টিএমএস অফিসে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে টিএমএস অফিসে দরজা ভেঙে একটি মোটর সাইকেলসহ অফিসের প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিলেস্নাল রায় জানান, সংগঠিত চুরির বিষয়টি পুলিশ তদন্ত করছে।

লিফলেট বিতরণ

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সর্বাত্নক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার নেতাকর্মীরা উপজেলা সদর, জামতলী, কবাখালীসহ বিভিন্ন এলাকার সড়কের আশপাশে লিফলেট বিতরণ করেন। পরে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বোয়ালখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস মিয়া, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, 'অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচনকে বর্জন করেছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন আমরা মানি না। দেশের জনগণ ৭ তারিখের ভোটে যাবে না। নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়।' এ সময় ভোট বর্জনসহ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে কঠোর আন্দোলনের আহ্বান জানান বক্তারা।

কর্মিসভা

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর বিজয়ের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রঘুনাথপুর গ্রামে ওই কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী তারিকের পত্নী মুর্শিদা আকতার। সভায় আরও বক্তব্য রাখেন গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। কুলিয়রচর পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে ৫৬টি ভোটকেন্দ্রে কয়েকশ' কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সেখ, জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম ও কুলিয়ারচর অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার জাহান।

\হ

বিনিময় সভা

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত সভায় সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হায়দার আলী হিরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমুখ।

গণসংযোগ

ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন নিকলী উপজেলায় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেছেন। বৃহস্পতিবার উপজেলার ছাতিরচর ও গুরই ইউনিয়নে কয়েকটি পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আফজাল হোসেন বলেন, 'গত ১৫ বছরে আমি নিকলী সদরসহ ৬টি ইউনিয়নে নদী খনন, ব্রিজ-কালবার্ট, স্কুল-কলেজ নির্মাণসহ হাজার কোটি টাকার কাজ করেছি। এই ১৫ বছরে আপনাদের সেবা করে আসছি। এবারও আপনাদের কাছে এসেছি সামনে ৫ বছর সেবা করার জন্য।' পথসভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজুল হক আয়াজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

কমিটি গঠন

ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

আন্তর্জা?তিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল'র ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা অ্যাড?ভো?কেট আনোয়ার হোসেন আনুকে সভাপতি এবং অ্যাডভোকেট এস.এম জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বুধবার ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। সভায় অতিথি ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক কাজী নজরুল ইসলাম, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় যুগ্ম-সমন্বয়ক সাইফুল ইসলাম মোলস্না। এ সময় উপ?স্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সম্পাদক অ?্যাড?ভো?কেট আককাস সিকদার। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সাইদুর রহমান হিরু, রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, কাজী সোলায়মান সুমন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রহমান, পরিকল্পনা সম্পাদক সাংবা?দিক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।

এলাকা পরিদর্শন

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা। বৃহস্পতিবার উপজেলার সাপমারা, শাখাহার, গুমানীগঞ্জ ইউনিয়ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের অন্যতম সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ ইসলামপুর বাজারে একটি নির্বাচনী অফিসের কর্মী ও স্থানীয়দের সঙ্গে নির্বাচনী বিধিমালা মেনে চলার ব্যাপারে বিস্তারিত ধারণা প্রদান করেন। এ সময় টিমের সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোপাল মোহন্ত উপস্থিত ছিলেন। ভিজিল্যান্স টিমের পক্ষ থেকে জানানো হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলার ব্যাপারে এই টিম সার্বক্ষণিক নজরদারি রাখবে।

সামগ্রী বিতরণ

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রসাদপুর ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ১ হাজার ৩৯৭ জন নিম্নআয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।

৪৭০ টাকায় এসব পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল। প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক

ভূমিকা রাখবে।

সভা অনুষ্ঠিত

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাটে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া ভোট কেন্দ্র এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির আহ্বায়ক জালাল সিকদারের সভাপতিত্বে ও সদস্য-সচিব দুলাল শেখের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সত্তার খান, বিলাল মোলস্না, বরেন বিশ্বাস ও কালু মোলস্না, সমন্বয়কারী খায়ের শেখ, ওয়ার্ল্ড আওয়ামী লীগ সভাপতি রামপদো বিশ্বাস, যুবলীগ নেতা নুর ইসলাম শেখ, ভোলাই শেখ, লতিফ মোলস্না, রুহুল শেখ, টিপু শিকদার, কোদালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি মামুন, ছাত্রলীগ নেতা মিলন প্রমুখ। সভায় আলোচকরা বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা মাথায় রেখে প্রচার প্রচারণা চালাতে হবে।'

নির্বাচনী প্রচারণা

ম নাটোর প্রতিনিধি

প্রতীক বরাদ্দ পাওয়ার পর হাতে লিফলেট নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছে নাটোরের প্রার্থীরা। শুক্রবার সদর উপজেলার লক্ষ্ণীপুর খোলাবাড়িয়া এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকার। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের প্রতীকের লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রম্নতি। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ নৌকার প্রার্থীর সমর্থকরা তাদের প্রচারণায় বাধা দিচ্ছে। আর নৌকার প্রার্থী বলছেন কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

শোভাযাত্রা

ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় শোভাযাত্রা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী। শুক্রবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মনসা বাদামতল গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় এম এয়াকুব আলী বলেন, 'আজ পটিয়াবাসী আমার প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা দেখছে তাতেই আমি অভিভূত ও আনন্দিত।' এ সময় বক্তব্য রাখেন মনসুর আলম, আইয়ুব আলী, আবদুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ আলী, নাদেরুজ্জামান, খোরশেদ আলম, আবদুর রশিদ, আবুল মনসুর সওদাগর প্রমুখ।

সেরা করদাতা

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া খোকন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে সেরা করদাতা সম্মাননা গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মো. খায়েরুজ্জামান মজুমদার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম আজিজুর রহমান ভূঁইয়া খোকনের হাতে তুলে দেন। নরসিংদীর ব্র্যান্ডিং প্রতিষ্ঠান মেসার্স শান্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজিজুর রহমান ভূঁইয়া খোকন।

মাসিক সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।

প্রশিক্ষণ শুরু

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ সেস্নাগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে তোলার জন্য উলের পণ্য তৈরি বিষয়ক এক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার উপজেলা যুব-উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামে ৩০ জন শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের নিয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার তানজীমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক রেহানা বেগম ও যুব-উন্নয়ন অফিসের অফিস সহকারী রহিমা আক্তার। উপজেলা যুব-উন্নয়ন অফিসার তানজীমা পারভীন এ সময় বলেন, 'আত্মকর্মসংস্থানের কর্মক্ষম হিসেবে তৈরি করতে উলের পণ্য তৈরি প্রশিক্ষণ নিয়ে এসব পুরুষ-মহিলারা বেকারত্ব থেকে কর্মক্ষমে যোগ দিয়ে নিজেরা এখন উৎসাহ পাবে।'

উঠান বৈঠক

ম রূপসা (খুলনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী এমপিকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রূপসার নৈহাটি ইউনিনের রহিমনগর গ্রামের সাবেক ইউপি সদস?্য আমজাদ হোসের বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনভয় গ্রম্নপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সারমিন সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ?্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোলস্না ও যুগ্ম সম্পাদক অধ?্যাপক ডা. শ?্যামল দাস। সাবেক ইউপি সদস?্য আমজাদ হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুজনের পরিচালনায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে