রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে ৩ শ্রমিক অগ্নিদগ্ধ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান স্পিনিং মিলের সাইলেন্সার পাইপ থেকে হাওয়া পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন ওই মিলের শ্রমিক ইবরাহিম, রবিন এবং আশরাফ আলী। এদের মধ্যে আশরাফ আলীর অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মারুফ জানান, ওই সময় লাকমিয়ার পরিচালনাধীন মিলটির সাইলেন্সার পাইপে হাওয়া জমে যাওয়ায় তা পরিষ্কার করতে যান মিলের তিন শ্রমিক। এ সময় পাইপ থেকে নির্গত ধোঁয়া ও আগুনে দগ্ধ হন ওই তিন শ্রমিক।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে শ্রমিক আশরাফ আলীর অবস্থা গুরুতর বিধায় তাকে ঢামেক হাসপাতালে পাঠনো হয়। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে