রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ম গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিগ্রি ইউনিট আয়োজিত এমফিল ও পিএইচডি গবেষকদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাউবির গাজীপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শফিকুল আলম।

পথসভা অনুষ্ঠিত

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলায় জামুরিয়া ইউনিয়নে চাঁনতারা গণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালিব হোসেন, সাইফুর রহমান মিঞ্জু, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান তালুকদার প্রমুখ।

নির্বাচনী জনসভা

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দুয়া খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী অসীম কুমার উকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন।

শীতবস্ত্র বিতরণ

ম লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার আলীকদম সেনা জোনের উদ্যোগে লামার উপজেলার সরই ইউনিয়নের লুলাইং এলাকায় মেজর আজিজুল হাকিম প্রিন্সের নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় মেজর আজিজুল হাকিম প্রিন্স বলেন, 'দুর্গম পাহাড়ি এলাকা অন্যান্য অঞ্চল থেকে আবহাওয়া অনেক বেশি উষ্ণ যার ফলে রাতের সময় অধিক কনকনে শীত পড়ে। তাই অসহায়দের পাশে থাকার জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।'

আইনশৃঙ্খলা সভা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এএইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোনের অধিনায়ক মেজর আবদুলস্নাহ আল মাহিন, ৪১ বিজিবি ক্যাপ্টেন সৌমিত স্বপন দাশ, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুযা, রাজস্থলী থানার ওসি (তদন্ত) সাহেদ পারভেজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা আক্তার প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প আওতায় অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েব ফাউন্ডেশনের উপজেলা কমিটির সভাপতি মিতু মনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার দাস, উপজেলা সমন্বয়কারী মিনাজ উদ্দীন, সহ-সভাপতি ওমর ফারুক, সম্পাদক কামাল উদ্দিন টগর, যুগ্ম সম্পাদক মজিদ মলিস্নক, থানা প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় যুব ও নারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে ইরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ৩৫ জন যুব ও নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফাতেমা-তুজ-জোহরার সঞ্চালনায় ও ফরিদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আসিফ নেওয়াজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, মোস্তাকিম আলম নয়ন, নাসরিন আক্তার পলি প্রমুখ।

মতবিনিময় সভা

ম সিলেট অফিস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নৌকা মার্কার সমর্থনে প্রচার মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগর শ্রমিকলীগের উদ্যোগে এ প্রচার মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর হকার্সলীগের সভাপতি রকিব আলীর সভাপতিত্বে প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিমস প্রমুখ। এরপর মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম।

শীতবস্ত্র বিতরণ

ম বরিশাল অফিস

বরিশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সাদিয়া মাহমুদা। বুধবার মহানগরীর লঞ্চঘাট ও আশপাশের বিভিন্ন এলাকায় ছিন্নমূল, গৃহহীন ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঞা, খান মুহাম্মদ আবু নাসের, পুনাক'র সাংস্কৃতিক সম্পাদিকা সুবর্ণা আক্তার শম্পা, অতিরিক্ত উপ-পুলিশ রুনা লায়লা, ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার প্রণয় রায়, পুনাক'র সদস্য মৌমিতা রায়, সহকারী পুলিশ কমিশনার সীমা খানম প্রমুখ।

লিফলেট বিতরণ

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। বৃহস্পতিবার উপজেলার মুকুন্দগাতী, চালা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মজনু শিকদার, সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, সাবেক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, আশরাফুল আলম,সদস্য, আব্দুল ওয়াহাব মন্ডল, ছাত্রদলের জেলা সহ-সভাপতি, তারেক আরফান প্রমুখ।

পথসভা অনুষ্ঠিত

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে আড়াইহাজার পৌর জাতীয় পার্টি অয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। এ সময় তিনি বলেন, 'নির্বাচনে জয় লাভ করে আড়াইহাজারে নেতৃত্বের পরিবর্তন করে নতুন নেতৃত্বের সৃষ্টি করতে চাই। আমি জনগণের সেবক হতে এসেছি, শাসক হতে নয়।' এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস জাহাঙ্গীর সিকদার জোটন প্রমুখ।

নির্বাচনী প্রচারণা

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর ও মীরপুর গ্রামের বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রামানিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসাহাক আলী সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ প্রমুখ।

গণসংযোগ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আফজাল হোসেনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কৈলাগ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিয়ত আলীর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী আফজাল হোসেন। তিনি বলেন, 'গত ১৫ বছর তিনি দুই উপজেলায় অনেক উন্নয়ন করেছেন। চতুর্থ বারের মতো তিনি যদি বিজয়ী হন তাহলে এই দুই উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে