মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় নিজ কেন্দ্র ভোট দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
চট্টগ্রামের আনোয়ারায় হাইলধর বশিরুজ্জামান শিক্ষা কেন্দ্রে ভোট দেন ভূমিমন্ত্রী জাবেদ -যাযাদি

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আনোয়ারা হাইলধর নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে হাইলধর বশিরুজ্জামান শিক্ষা কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট কেন্দ্রে ভূমিমন্ত্রী জাবেদ ভোটদের সঙ্গে কথা বলেছেন। ভোটের পরিবেশ দেখে ভূমিমন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন। ভূমিমন্ত্রী জাবেদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে লোকজন ভোট দিচ্ছেন।

এদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে শক্তিশালী কোনো প্রার্থী নেই। ফলে ভূমিমন্ত্রী জাবেদের নৌকায় চড়ে হেসে-খেলে বিজয় হবে বলে সবাই বলছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোটগ্রহণ শুরু চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৫৬ হাজার ৮৬৪টি। ভোটকেন্দ্র ১১৮টি ও ভোট কক্ষ ৮৩৩ টি। সরেজমিনে বৈরাগ গুয়াপঞ্চক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে দেখা যায়, পুরুষের পাশাপাশি মহিলা ভোটারের উপস্থিতিও ছিল অনেক।

চট্টগ্রাম ১৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সাত জন। তাঁদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা) জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী টিপু (লাঙ্গল), তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ (সোনালী আঁশ), ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি), ইসলামীক ফ্রন্টের স. ম হামেদ হোসাইন (চেয়ার) সুপ্রিম পার্টির (একতারা) ও ইসলামী আন্দোলনের মওলানা আবদুর রশিদ (বটগাছ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে