বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ভোট দিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট অফিস
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় ভোট দেন সিসিকি মেয়র আনোয়ারুজ্জামান -যাযাদি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন সিলেট সিটি করপোরেশনের মো. মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসায় ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। শেষ সময় পর্যন্ত ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক।

তিনি বলেন, সাধারণ মানুষ ভোট প্রয়োগের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন। এবার সিলেটের ৬ সংসদীয় আসনে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

সিলেটের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার মর্যাদার আসন সিলেট-১। সিলেট সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন ও ১টি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত এ আসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে