মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় শহরের তুলনায় গ্রামে ভোটের হার ভালো

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আখাউড়ায় শহরের তুলনায় গ্রামে ভোটের হার ভালো

রোববার শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাবেয়া আক্তার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আখাউড়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল এক লাখ ২৬ হাজার ২০৪ জন। মোট ভোট পড়েছে ৬১ হাজার ৭৮৮টি। বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৯১৫। বাতিল ভোট ৮৭৩টি। আখাউড়ায় শতকরা ভোট পড়েছে ৪৮.২৬ শতাংশ।

আখাউড়া ও কসবা এ দুইটি উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক নৌকা প্রতীকে ৫৮ হাজার ১২০ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালায় পেয়েছেন এক হাজার ৪৮৬ ভোট এবং এনপিপি'র শাহীন খান আম মার্কায় পেয়েছেন এক হাজার ৩০৯ ভোট।

জানা যায়, আখাউড়া উপজেলায় একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক ভোটের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, পৌরশহরের কেন্দ্রগুলোতে মোট গড় ভোটের কাছাকাছি ভোট পড়েছে। কয়েকটি কেন্দ্রে ভোট পড়েছে তুলনামূলক কম। অন্যদিকে ইউনিয়নগুলোতে ভোটের হার কিছুটা বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ইউনিয়নের নূরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ওই কেন্দ্রে মোট ভোটার ছিল দুই হাজার ৫৯১। প্রদত্ত ভোটের সংখ্যা এক হাজার ৭৫৮। গড় ৬৫.৭%। সবচেয়ে কম ভোট পড়েছে ধরখার ইউনিয়নের নুরপুর রুটি আব্দুল হক ভূইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ওই কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭২২, প্রদত্ত ভোটের সংখ্যা এক হাজার ২৭৬। ভোটের গড় ২৭%।

পৌরশহরের ১১টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে দূর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা চার হাজার ৫৮, প্রদত্ত ভোট এক হাজার ১৫২। ভোটের গড় ২৮%। তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার তিন হাজার ১৭৪, প্রদত্ত ভোট এক হাজার ১১৫। ভোটের গড় ৩৫%। শাহপীর কলস্না শহীদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৩৮, প্রদত্ত ভোটের সংখ্যা এক হাজার ৩৭। ভোটের গড় ৪৬%।

উত্তর ইউনিয়নের তিনটি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোটের হার ভালো। দক্ষিণ ইউনিয়নের আব্দুলস্নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গড়ে ৬২% ভোট পড়ে দ্বিতীয় স্থানে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে