সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে বিজিবি বিএসএফ'র সীমান্ত সভা

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাঙামাটিতে বিজিবি বিএসএফ'র সীমান্ত সভা

রাঙামাটিতে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়নের ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়।

এছাড়াও সীমান্তে সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রকার কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করেন।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের বিপিএম (বার) এবং বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি কল্যাণ কান্তি মজুমদার।

এছাড়াও বাংলাদেশের পক্ষে চারজন অধিনায়ক ও তিনজন স্টাফ অফিসার এবং ভারতের পক্ষে তিনজন কমান্ড্যান্ট ও দুইজন স্টাফ অফিসার সভায় অংশগ্রহণ করেন। দুপুর ২টায় আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে সভা সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে