সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে আড়াই বছর সাজা শেষে দেশে ফিরলেন দুই যুবক

স্টাফ রিপোর্টার, যশোর
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভারতে আড়াই বছর সাজা শেষে দেশে ফিরলেন দুই যুবক

দীর্ঘ আড়াই বছর সাজা ভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যুবক। রোববার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসারা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন (২৬) এবং ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকার হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, দেশে ফেরত আসা এই ২ বাংলাদেশি আড়াই বছর আগে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে কলকাতার রেলস্টেশন এলাকায় অবৈধভাবে ঘোরাঘুরির এক পর্যায়ে পুলিশের হাতে আটক হন তারা। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে কলকাতার লিলুয়া নামের একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়।

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ 'রিপেট্রিয়েশন'-এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে