বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

পানছড়িতে বাজার বর্জন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পানছড়িতে বাজার বর্জন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত

খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক রাজনৈতিক দলের চার নেতাকে হত্যার প্রতিবাদে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বুধবার এক বিবৃতিতে সংগঠনটির পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়, ১ ফেব্রম্নয়ারি থেকে ১৫ ফেব্রম্নয়ারি পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে। স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ পাহাড়ি বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বাজার বর্জন কর্মসূচি আবার শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তারা।

উলেস্নখ্য, ২০২৩ সালের ১১ ডিসেম্বর গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় গুলিতে পাহাড়ি ছাত্রপরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে