শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

নোয়াখালীতে পুকুরে মিলল জীবন্ত ইলিশ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নোয়াখালীতে পুকুরে মিলল জীবন্ত ইলিশ

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুরে জীবন্ত ইলিশ মাছ পাওয়া গেছে।

শুক্রবার চর ফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজারের পাশে একটি পুকুরে ইলিশটি পাওয়া যায়।

ইলিশ মাছটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাসের সজিব জানান, এনামুল হক ওরফে মিয়া মেম্বারের মসজিদের পুকুরে পানি কমানোর পর জাল ফেলা হয়। এ সময় জালে অন্য মাছের সঙ্গে ইলিশ দেখে প্রথমে তাদের বিশ্বাস হচ্ছিল না। পরে ভালোভাবে দেখে নিশ্চিত হন এটি ইলিশই। ইলিশটির ওজন প্রায় এক কেজি। নদী থেকে এনে কোরাল মাছের পোনা ছাড়া হয়েছিল পুকুরটিতে। পোনা মাছের সঙ্গে ইলিশটি আসতে পারে বলে ধারণা করছেন তারা।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার বলেন, 'গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে বাণিজ্যিকভাবে এটি লাভজনক নয়। এ ছাড়া স্বাদু পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না।' নদীর তীরবর্তী উপজেলায় অন্য মাছের সঙ্গে এসব মাছ পুকুরে আসতে পারে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে