বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নোয়াখালীতে বসতঘরে লাগা আগুনে বিদু্যৎস্পৃষ্ট হয়ে নিহত ১, দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
নোয়াখালীতে বসতঘরে লাগা আগুনে বিদু্যৎস্পৃষ্ট হয়ে নিহত ১, দগ্ধ ৩

নোয়াখালী সদর উপজেলায় বৈদু্যতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত এবং একই পরিবারের অপর তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম (৬০) পশ্চিম চর উড়িয়া গ্রামের প্রয়াত হাবিব উলস্নার ছেলে। দগ্ধ তিনজন হলেন- নুরুল ইসলামের ছেলে মো. সেলিম (৩৭), সেলিমের স্ত্রী মায়া বেগম (৩০) এবং নুরুল ইসলামের মেয়ের শাশুড়ি শেফালি বেগম (৫২)।

1

তাদের ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকান্ডে তিনটি গরু ও দুটি ভেড়াসহ একটি গোয়ালঘর, দুটি বসতঘর এবং দুটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ৯টি গরু ও চারটি ভেড়া দগ্ধ হয়েছে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে