রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে গৌর পূর্ণিমা উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

চট্টগ্রাম ফটিকছড়িতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)'র আয়োজনে প্রতি বছরের ন্যায় শ্রীকৃষ্ণচৈতন্য আবির্ভাব তিথি এবং গৌর পূর্ণিমা উদযাপিত হয়েছে। সোমবার ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডে শ্রী শ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দিরেও অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ২৪ মার্চ শ্রীমন মহাপ্রভুর শুভ অধিবাস, ২৫ মার্চ চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস ও সারাদিন কীর্তন মেলা এবং ২৬ মার্চ জগন্নাথ মিশ্র উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। গৌর পূর্ণিমা উপলক্ষে ফটিকছড়ি ইসকন মন্দিরের সভাপতি সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক দূর্জয় দেওয়ানজী সকলকে হরে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। মন্দিরের সভাপতি সিদ্ধসিক দাস ব্রহ্মচারী ব্যক্ত করেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের মাধ্যমে কীভাবে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় তা জড়জগতের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিদাতা বলভদ্র দাস, রসরাজ কৃষ্ণ দাস, কলি বিঘ্ননাশন দাস, সর্বগৌর দাস, শুভম কৃষ্ণ দাস, তেজস্বী রঘুনাথ দাস, সেগুন দেবনাথ, বাসু বণিক, প্রাণনাথ শচী কুমার দাস ও অন্যান্য ভক্তরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে