রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধে হামলা-মামলার অভিযোগ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ওয়ারিশ সম্পত্তি দাবি করায় একটি পরিবারকে হত্যার হুমকিসহ মামলা-হামলা করে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সামনে এ সংবাদ আয়োজন করা হয়। এতে হয়রানির শিকার পরিবারের সদস্যরা অংশ নেন।

নির্যাতিত পরিবারের পক্ষ থেকে বি এম আওলাদ হোসেন শেখর তার লিখিত বক্তব্যে বলেন, 'দীর্ঘদিন ধরেই দু'টি পরিবার একসঙ্গে বসবাস করছে। সম্প্রতি আমার চাচা শ্বশুর জসিম উদ্দিনের মৃতু্যতে পারিবারিকভাবে সম্পত্তি বণ্টনের প্রয়োজনীতা অনুভব করছি। সম্পত্তি দাবি করায় আমার চাচি শাশুড়ি নাজমা আক্তার রোজা ও তার ভাই সাইদ হোসেন রাব্বী আমার শ্বশুরের পরিবারকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পরিবর্তে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। ওই মামলায় আমাকেসহ আমার স্ত্রীর দুই ভাইকে চাঁদাবাজি এবং অগ্নিকান্ডের দু'টি মিথ্যা ও সাজানো মামলায় জড়ানো হয়েছে। আমরা আমাদের পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অধিকার দাবি করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে