রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রমজানে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করে তারা স্বাধীনতাবিরোধী -ব্যারিস্টার আনিস

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০

রমজান মাসে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের স্বাধীনতাবিরোধী বলে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

তিনি বলেন, তাদের দেশের প্রতি মায়া নেই তারা চায় শুধু টাকা আর টাকা। অথচ বিশ্বের অন্যান্য দেশে এর ব্যতিক্রম। তারা রমজান এলে সাধ্যমতো দ্রব্যমূল্য কমিয়ে দেন।

মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণে দেশকে স্বাধীন করার জন্য বীর মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে উঠে। অস্ত্র পরিচালনার কোনো ট্রেনিং, কোনো অস্ত্র ছাড়াই বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক শিমুল মহাজনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে