শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রতিবন্ধী শিশুদের উপহার তুলে দেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী -যাযাদি

'সচেতনতা-স্বীকৃতি মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা' এ সেস্নাগানে পালিত হয়েছে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন স্থানের্ যালি, আলোচনা সভা, প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটির্ যালি বের হয়।র্ যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের ফজলে রাব্বি, জেলা সমবায় কর্মকর্তার প্রভাষচন্দ্র বালা, জেলা সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল প্রভেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, দারিদ্র্য বিমোচন সংস্থা নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মো. ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুরের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, ডা. আতিকুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, ফায়েল উদ্দিন আহমেদ, রুপালী খাতুন, এনামুল হক প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনের্ যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার মনিরুল ইসলাম, নওগাঁ-১ পলস্নী বিদু্যৎ সমিতির শাখা ব্যবস্থাপক মোসাদ্দেকুর রহমান প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ উপজেলার বিভিন্ন প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে