শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সাতকানিয়ায় বনরক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে গাছ লুট

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় বনরক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে গাছ লুট

চট্টগ্রামের সাতকানিয়ায় টহলরত বনরক্ষী ও ভিলেজারদের আগ্নেয়াস্ত্রের ভয় ও দেশীয় লম্বা দা ঠেকিয়ে জিম্মি রেখে সামাজিক বনায়নের গাছ লুটের ঘটনা ঘটেছে।

সোমবার উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা বিট স্টেশনের অধীনে চিতামুড়া বাঁশবুনিয়া কদুখোলা সড়কের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বনরক্ষী আবদুল মান্নান বাদী হয়ে ৪ জনের নাম উলেস্নখ করে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, 'প্রতি রাতে বন পাহারার অংশ হিসেবে বড়দুয়ারা বনরক্ষী মোহাম্মদ ইলিয়াস, আব্দুল মন্নান, সাজেদুর রহমান ও ভিলেজার ফরিদ মাঝি বন থেকে গাছ কাটা রোধে টহলে বের হয়।

টহলরত দল চিতামুড়া বাঁশবুনিয়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে গাছ পাচার রোধে কেটে দেওয়া সড়কের গর্ত ভরাট দেখতে পেলে তাদের সন্দেহ হয়।

পরে টহলরতরা বনের গভীরে গেলে বনখেকোরা তাদের মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। তবুও টহলরতরা বাধা দিতে চাইলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় লম্বা দা ঠেকিয়ে বনখেকোরা টহলরতদের আধঘণ্টা জিম্মি করে রাখে। পরে ট্রাকে করে কাটা গাছগুলো পাহাড়ের ভিন্ন পথ দিয়ে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে