সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

ঈশ্বরদীতে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈশ্বরদীতে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীমোড় এলাকায় মৃত মলিস্নক সরদারের ছেলে বাচ্চু মলিস্নকের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, যখন সবাই ঘুমে নিমজ্জিত তখন কে বা কারা বাচ্চু মলিস্নকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারতে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। শরীরে আগুনের আঁচ লেগে ঘুম ভাঙে বাচ্চু, তার স্ত্রী এবং সন্তানদের। তারা দ্রম্নত ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে বাচ্চুর পরিবারের সবাই প্রাণে বেঁচে গেলেও দেড় ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়েছে তাদের সব কিছু।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, আগুন লাগার খবর পেয়ে ভোর ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মামলার প্রস্ততি চলছে। তবে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে